images

প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় ৭৬ বছর ধরে এ বিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী কৃতিত্বের সাথে মেট্রিক/ এস.এস.সি পরীক্ষা পাস করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইছাপুরা গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত সমৃদ্ধ এ প্রতিষ্ঠানটি শুধু শিক্ষার্থীদের শিক্ষাদানই নয় বরং তাদের মানসিক উৎকর্ষ সাধন ও জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য গৌরবজনক ভূমিকা রেখে চলছে। শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা বিধান উন্নতমানের ল্যাবরেটরি, লাইব্রেরী ও ক্লাসরুম ব্যবহার যথাপযুক্ত পাঠ্যসূচি ও সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণে কর্তৃপক্ষ অঙ্গীকারাবদ্ধ। অভিভাবকদের মূল্যবান মতামত বিদ্যালয় কর্তৃপক্ষকে করেছে আরও সতর্ক, সজাগ ও সুদক্ষ। অরাজনৈতিক মনোরম পরিবেশ, উন্নত মানের ল্যাবরেটরি, লাইব্রেরি ও ক্লাসরুম ব্যবহার এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা বর্তমান সময়ে উদ্বিগ্ন অভিভাবকদের করেছে আশ্বস্ত। সুদক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত অভিজ্ঞ শিক্ষকগণের শিক্ষাদান পদ্ধতি , শিক্ষার্থীদের প্রচেষ্টা ও একাগ্রতা এবং অভিভাবকদের সচেতনতা কারণে এ প্রতিষ্ঠান থেকে প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষাতে কৃতিত্বের সাথে পাশ করে বোর্ড বৃত্তি পেয়ে থাকে। বিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত রাখতে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীগনকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিনীত অনুরোধ করছি।

জনাব,

মোঃ গোলাম কিবরিয়া পাটোয়ারী।

প্রধান শিক্ষক
ইছাপুরা উচ্চ বিদ্যালয়,

আদর্শ ইছাপুরা, শাহরাস্তি,   চাঁদপুর।