ইতিহাস

পদ্মা-মেঘনার মিলনস্থল চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের অন্তর্গত ইছাপুরা গ্রামে এক মনোরম পরিবেশে ঐতিহ্যবাহী ইছাপুরা উচ্চ বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের ভূমি দাতা অমূল্য কৃষ্ণ রায় চৌধুরী। বর্তমানে বিদ্যালয়ের জায়গার পরিমাণ ৯.৬১ একর। শাহরাস্তি উপজেলায় সবচেয়ে বেশি ভূ-সম্পত্তির মালিক এ প্রতিষ্ঠানটি।১৯৪৬ সালে ইছাপুরা গ্রামের মীর বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সুযোগ্য সন্তান ডা. মো: দেরাছত আলী সাহেব বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় আর্থিক সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করেন- অত্র এলাকার প্রথম স্নাতক ডিগ্রি অর্জনকারী ইছাপুরা মজুমদার বাড়ির এক কৃতি সন্তান ও বিশিষ্ট দানবীর মরহুম মো: লকিয়ত উল্লাহ, বি.এ। পরবর্তীতে তারই বংশধরগন-মরহুম মো: জহিরুল কবির ( দুলাল), মো: শফিউল আলম (স্বপন ) ও মো: রফিকুল আলম ( তনু ) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তাহার এস.এম.সি সদস্য ও এলাকার জনগণকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে বিদ্যালয়টিকে একটি আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করেন। বর্তমানে বিদ্যালয়টি শাহরাস্তি উপজেলায় ভাল প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম।

 

ইছাপুরা উচ্চ বিদ্যালয়, টামটা, শাহরাস্তি, চাঁদপুর।